নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আজিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী ১৩.৭ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
১৮ জুন রোজ শুক্রবার সকালে মেহেরপুর শহরের বামনপাড়ায় অভিযান চালিয়ে আজিজুলকে আটক করা হয়।
আজিজুল ইসলাম মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার মৃত আব্দুল আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান জানান, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর বামনপাড়ার পানি উন্নয়ন বোর্ডের সামনে এএসআই (নি:) মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৩.৭ গ্রাম হেরোইনসহ আজিজুল ইসলামকে আটক করা হয়েছে।