জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন মেহেরপুরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরের উন্নয়নের জন্য বø্যাংক চেক দিয়েছেন। তিনি বলেছেন মেহেরপুরের জন্য যা যা করা দরকার করে নাও। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে যাদুখালি স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।