নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন এবং আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রড-১) রাম চন্দ্র দাস, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ( আইজিএ প্রকল্প) তরিকুল আলম,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। সহকারী কমিশনার মিথিলা দাসের সঞ্চালনায় “সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী ” শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন।