মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত ক্যাপটেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, আবদুল্লাহ আল মামুন ,
পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, হামেদা খাতুন সহপৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ এরপরে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে পৌর মেয়রের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
previous post