মেহেরপুর পৌর জামায়াতের আমীর সহ ৭ নারী কর্মীকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ। আজ মঙ্গল বার দুপুরে মেহেরপুর সদর থানার ওসি শাহাদারার নেতৃত্বে মেহেরপুর থানা পুলিশের একটি দল শহরের কলেজ রোডে শহীদ আশরাফুল হাফিজ খান স্কুলের পেছনে পৌর জামেতর আমীর মনিরুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করে । এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ, সংঠনের আয়ব্যায়ের হিসাবের কাগজ উদ্ধার করে পুলিশ আটক কৃতরা হলেন মেহেরপুর পৌর জামাতের আমীর মনিরুল ইসলাম ও তার স্ত্রী মোছা: রাবেয়া বেগম(৫০), মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ছাবিরা সুলতানা (১৫), মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের সুরাইয়া খাতুন(১৬). গৌরিনগর গ্রামের জাকিয়া সুলতানা(১৮) গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ফাতেমা খাতুন (১৭), গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিক্তা খাতুন (১৭) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজির হাটির আইসা হুমাইরা (২২) । মেহেরপুর সদর থানার আফিসার ইনচার্জ শাহা দারা খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেহেরপুর শহরের শহীদ আশরাফুল হাফিজ খান স্কুলের পেছনে পৌর জামেতর আমীর মনিরুল ইসলামের বাড়িতে নারী জামাত কর্মীর গোপন বৈঠক চলছে। এই সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানা পুলিশের একটি দল নিয়ে আভিযান পরিচালনা করি। এসময় আমরা ৭ জন নারী সহ পৌর জামাতের আমীর মনিরুল ইসলা কে আটক করি। তাদের কাছথেকে বেশ কিছু জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন এলাকার সাংগঠনিক মাসিক আয় ব্যায়ের হিসাবের কাগজ উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
previous post