নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও মেহেরপুর এ আর বি কলেজের প্রভাষক আলমগীর হোসেন মিন্টুর জ্ঞান ফেরেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসা থাকার পর তাকে মেহেরপুর ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে মিন্টুকে মেহেরপুর লাইফ কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।আলমগীর হোসেন মিন্টু মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আবু হানিফের ছেলে।
গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে আলমগীর হোসেন মিন্টু ও খোকসা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের প্রতিদিনের ন্যায় সকাল বেলা নিজ বাড়ি হাঁটতে বের হয়।মিন্টু ও তাহের আমঝুপি খোকসা গ্রমের মাঝামাঝি পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দবির উদ্দিন এর ছেলে সাইদুল, সাইদুলের ছেলে রিপন ও লিটনসহ ৫-৬ জনের একদল যুবক তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে।