ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগরের গ্রামের আসলিমা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোর সোয়া ৪টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মানিকনগর গ্রামের নিজাম মলের স্ত্রী। তবে হাসপাতালের চিকিৎসক জানান ডায়রিয়ার পাশাপাশি তিনি জটিল কিডনি রোগে ভুগছিলেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোকলেছুর রহমান জানান, আসলিমা খাতুন নামের ওই রোগী শুক্রবার রাত পোনে ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর আগে একদিন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তিনি জটিল কিডনি রোগে ভুগছিলেন। একই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হলে পানি শুণ্যতার কারণে প্রসাব আটকিয়ে যায়। আমাদের এখানে কয়েকঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।
previous post