নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ, মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের আয়োজনে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিন এর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল সালাম বাঁধন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর এক আসনের সংসদ সদস্য। এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম সাইন। মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ মুজিব নগর ও গাংনী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।