মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরগাং নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও সমাবেসের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
আজ রবিবার দুপুরে মৎস সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলাপ্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আসাদুজ্জামান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়,জেলা মৎস্যজীবী প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান প্রমূখ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মেহেরপুরে জাতীয় মৎস সপ্তাহর উদ্বোধন
previous post