মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম শান্তি, মনিরুল ইসলাম, মঞ্জুর এলাহী, রাফিউল ইসলাম, আখতারুজ্জামান, আব্দুস সালাম, রাকিবুল হাসান, আছিয়া খাতুন, সুরুজ আলী, ইয়াসির আলী প্রমূখ। পরে বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এদিকে এর আগে সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র্যালী, বের করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে নিজ নিজ বীমা প্রতিষ্ঠান ব্যানার নিয়ে রেলি শুরু করে র্যালীটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।