নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে শামসুল ইসলাম কে গলা টিপে ধরে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছেন। তিনি দক্ষিণ শালিকা গ্রামের আরশাদ আলীর ছেলে।
জানা গেছে একই গ্রামের শরিফ হালসানা, বারেক হালসনাসহ তাদের লোকজন জমি মাপতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল ইসলামের গলা টিপে ধরে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত শামসুল ইসলামের ছেলে সামাউল বলেন জমি মাপতে এসে আমার পিতার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পৌঁছান। সেখানে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।