মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা পরিদর্শন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার বিকেলের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেলার স্টল পরিদর্শন করেন।
এসময়ের জন প্রশাসন প্রতিমন্ত্রী মেলার স্টল মালিকদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।