প্রায় ৩ কোটি টাকা ব্যায় সাপেক্ষে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার ঐতিহাসিক গড়ের মসজিদের পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করেছেন।
শুক্রবার দুপুরের দিকে গড়ের মসজিদের পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিজে মাটিতে কোপ দিয়ে পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
গড়ের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন আঙ্গুর, এলাকার বিশিষ্ট ব্যক্তি ইয়াছিন আলী শামীম, মেহেরপুর জেলা উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি সহ এলাকার মুসল্লিগণ সেখানে উপস্থিত ছিল।