গাঁজা রাখার অপরাধে শমশের আলম নামের এক গাঁজা ব্যবসায়ীকে ১ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইবুনাল তৃতীয় আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এর আদেশ দেন।
শমশের আলম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের জোহা বক্সের ছেলে।মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিবি পুলিশের একটি দল শমশের আলম কে গ্রেপ্তার করেন, ঐ সময়ে শমশের আলেমের নিকট থেকে বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়।ঐ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং ৩৫। যার এসটিসি নং ৮৩/২০১২। জি আর কেস নং৭১/২০১২ মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে শমশের আলম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১বছরের সশ্রম কারাদণ্ড,২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অ্যাডভোকেট মীনা পালএবং আসামিপক্ষে এডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।