মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ার একটি বাড়ি থেকে কবীর হোসেন নামের এক গন্ধরাজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। কবীর হোসেন মাগুরা জেলার ইসাখাদা খাস পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে গন্ধরাজ কোম্পানির এস আর হিসাবে মেহেরপুরে কর্মরত ছিল। এবং পৌর এলাকার ঈদগা পাড়ার রেজাউল ইসলাম রিপন এর বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক রেজাউল ইসলাম রিপন বলেন,তিনি চলতি মাসের ৩ তারিখে আমার বাসায় ভাড়ায় আসেন। এখনো পর্যন্ত ওনার আইডি কার্ড বা ভাড়া কোন কিছুই দেয়নি। তিনি আরও বলেন আমি কালকে রাতে এসেছিলাম, প্রতিদিনই তাদের সাথে কথা হয়।তিনি বলেছিলেন মাসের শেষে বাসায় যাব তখন আইডি কার্ড নিয়ে এসে দেব। তিনি আরো বলেন রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিল এবং সকালে বাসার কাজের বুয়া এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে ফোন দেয়। আমি এসে ওনার বাসার লোকজন কে জানিয়েছি এবং মেহেরপুর থানা পুলিশকে জানায়। কি কারণে তার মৃত্যু হয়েছে এটি পরিষ্কার করে কেউ কিছু বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।