নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি মোতাবেক সদরে নতুন করে আরও ১২ জন আক্রান্ত, গাংনী উপজেলায় ১৯ জন সেই সাথে মুজিব নগরে আরও ৪ জন। নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -৩২৬ (পিসিআর ল্যাব-২১০, এন্টিজেন-১১০, জিন এক্সপার্ট-৬) টি ।
নতুন পজেটিভ-৩৫ টি
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪৫১।
(সদর-১১৮, গাংনী-২৪৭, মুজিবনগর -৮৬) জন।
মৃত্যু – ১৬২ জন (নতুন করে ৩ জন মারা গেছেন)।
(সদর-৭৪, গাংনী- ৫৩, মুজিবনগর -৩৫)।
সুস্থ্য= ৩৬৭২ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৩৭ জন)
[ সদর-১৭৫৩, গাংনী -১৪০৮, মুজিবনগর-৫১১]
ট্রান্সফার্ড- ১২০ জন। (সদর- ৭৭, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)
সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ।