নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, এই নিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুরে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মোতাবেক সদরে নতুন করে আক্রান্ত ২৩ জন, গাংনী উপজেলায় আক্রান্ত ২২ জন সহ মুজিব নগরে ১১ জন।নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -১৮৭(পিসিআর ল্যাব-০, এন্টিজেন-১৭৪, জিন এক্সপার্ট-১৩) টি ।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৭৮৪।
(সদর-২০৬, গাংনী-৪৮২, মুজিবনগর -৯৬) জন।
মৃত্যু – ৯৬ জন।(নতুন করে ৩ জন মারা গেছেন)।
(সদর-৪১, গাংনী- ৩৫, মুজিবনগর -২০)।
সুস্থ্য= ২১৬৩ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬৬ জন)
[ সদর-১১৭৮, গাংনী -৬৮৭, মুজিবনগর-২৯৮]
ট্রান্সফার্ড- ১১৯ জন। (সদর- ৭৬, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ।