ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে গত ২৪ ঘন্টায় আরও ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে আজও সেনাবাহিনী, পুলিশ সদস্যরা অভিযান চালিয়েছেন। মেহেরপুরে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি মোতাবেক
নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -৯৭ টি ।
নতুন পজেটিভ-৪৮ টি (সদর-১০, গাংনী-৩৮, মুজিবনগর-০) ।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৫৬৩।
(সদর-১৮৩, গাংনী-২৭১, মুজিবনগর -১০৯) জন।
মৃত্যু – ৫৬ জন।(আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ জন)
(সদর-২০, গাংনী- ২২, মুজিবনগর -১৪)।
সুস্থ্য= ১৩৪৬ জন।(আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪১ জন)
[ সদর-৭৫২, গাংনী -৪১৭, মুজিবনগর- ১৭৭]
ট্রান্সফার্ড- ১১৫ জন। (সদর- ৭৩, গাংনী-১৭ , মুজিবনগর -২৫)
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ।