ঋতু অনুযায়ী বর্ষার মৌসুম শেষের দিকে এগিয়ে আসলও মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় মেহেরপুরের চাষীদের অতিরিক্ত খরচ করে সেচের মাধ্যমে তাদের কৃষিপণ্যের আবাদ করতে হচ্ছে। একদিকে অনাবৃষ্টি, অপরদিকে আকস্মিকভাবে তেলের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি হওয়ায় চাষীরা তাদের কৃষিপণ্য উৎপাদন করতে বাড়তি খরচ করতে হচ্ছে।
কয়েক বছর পূর্বেও বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে মাঠ-ঘাট পানিতে থৈথৈ করত। খাল-বিলে প্রচুর পানি জমা হতো। কিন্তু কয়েক বছর যাবৎ বর্ষার পূর্ণ মৌসুমের মেহেরপুর জেলায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায চাষিরা বর্ষার ভরা মৌসুমেও অতিরিক্ত খরচ করে কৃষি পণ্য লাগাচ্ছেন। এদিকে চলতি মৌসুমে বর্ষার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এখন পর্যন্ত কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় মাঠ-ঘাটে পানিশূন্য অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় চাষীরা অতিরিক্ত খরচ করে বর্ষার পূর্ণ মৌসুমে শ্যালো মেশিনের সাহায্যে জমিতে সেচ দেয়া শুরু করেছে। মেহেরপুর জেলার প্রায় প্রতিটি গ্রামের মাঠে শ্যালো মেশিনের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে।