মেহেরপুরে এজাহারভুক্ত পলাতক আসামি হাসান (৩২) কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃত হাসান মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এসআই জসীমউদ্দীন এবং এএসআই মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মেহেরপুরের ঝাঁ ঝাঁ গ্রামের জাবারুল ইসলামের ছেলে জাকির হোসেনকে আটক করে। এ সময় হাসান পলাতক ছিল। এ ঘটনার মাত্র ৪ ঘন্টা পর অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, হাসানের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মাদক মামলা হয়েছে যার নং ১০. এছাড়াও তার বিরুদ্ধে আরো ৩ টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারী।
previous post