বারাদী প্রতিনিধিঃ আবু সাঈদ
মেহেরপুর জেলার সিংহাটি পূর্ব পাড়া গ্রামের ৩ টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার মুখে জানা যায় আনুমানিক রাত ৩-৪ টার সময় তানজিলের গার্মেন্টস এর দোকানের ভিতরে আগুন জ্বলছে।
এই সময় জনতার হইচইয়ে গ্রামের আরো মানুষ এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ৩টি দোকানের মধ্যে ১টি সেলুনের, ১টি গার্মেন্টস ও ১টি ফার্মেসীর দোকান ছিল।
মুনজিরা গার্মেন্টস ও ফার্মেসীর প্রোঃ মোঃ তানজিল খান বলেন আমি ২ দিন বাড়িতে ছিলাম না জরুরী কাজে কুষ্টিয়াতে ছিলাম। আজ সকাল ৬ টার সময় বাড়িতে থেকে ফোনে বলচ্ছে যে, তোর দোকানে আগুন ধরে সব পুড়ে গেছে। তখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখি আমার গার্মেন্টস ও ফার্মেসীর দোকানের সব মাল পুড়ে ছারখার হয়ে গেছে এবং তার দুই দোকানে আনুমানিক ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের সেলুনের দোকানদার মোঃ মাসুদ রানা বলে আমার ৫-৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বারাদী পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এ এস আই কামরুল হাসানকে অবহিত করে এবং সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে তানজিল খান।