হিরক খান, মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গোরস্থান এবং ঈদগাহ মাঠের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি শফিকুল ইসলাম কান্ত উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি এমএ মতিন শামীম, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সদস্য আহসান হাবীব জিলা প্রমূখ।
মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, কবস্থানসহ সড়কের দু’পাশে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হবে।