মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে এবং হেরোইনসহ মেহেরপুর শহরের মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করেন।
রাজিব মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার সোহরাব হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহদারা খান, ওসি (তদন্ত) সাজিবুর রহমানসহ পুলিশের একটি দল রাজিবের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান।
অভিযান চালানোর এক পর্যায়ে তার ঘরের দেওয়ালের মাঝে লুকিয়ে রাখা ১৮ বোতল ফেনসিডিল এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান রাজীবের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের আরো ৮ টি মামলা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
previous post