মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদেন মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। শুক্রবার বিকেলে তাঁর গাংনীস্থ বাসভবনের সামনে হতে এ কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। মোট ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, এমপি’এর সহধর্মীনি লায়লা আরজুমান বানু শিলাসহ সজিব ওয়াজেদ জয় পরিষদ, মৎসজীবি লীগ, প্রজন্মলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।