মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয় এর খোকসা গ্রামে মাইক্রো বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মহজনপুর ইউনিয়ন এর কোমরপুর গ্রামের এক মহিলা ক্যান্সার রুগি নিহত ১ শিশু বাচ্চা সহ ৬জন আহত হয়েছে। ঘটনা সুত্রে জানা গেছে গ্রামের ৩টি রাস্তার সংস্কার করার করনে মেইন সড়ক সহ রাস্তার পাশে বালি মাটির প্রলেপ পড়ার কারনে। সোমবার দিবাগত রাতে হালকা বৃষ্টি পাত হওয়ায়। আমঝুপি খোকসার মাঝামাঝি স্থানে, আনুমানিক ২টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আশা ৭জন যাত্রী নিয়ে একটি মাইক্রো বাস অনাকাঙ্ক্ষিত ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে ফলে একজন নিহত হয়, ও ৬জন আহত হয়।