মুজিবনগর প্রতিনিধিঃ
কোভিড-১৯ এর কারণে গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি‘র পক্ষ থেকে ওই প্রকল্পের ৭শত ৭৫ জন স্পান্সার শিশুদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুড নেইবারস-মেহেরপুর সিডিপি‘র অফিস চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য মিঃ শংকর বিশ্বাস ও প্রগ্যাম অফিসার তসলিমা খাতুন উপস্থিত ছিলেন।
প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়, বলেন- প্রতিটি প্যাকেটে বিশেষ উপহারের মধ্যে ভাতের চাল, পোলা চাউল, মুসুর ডাল, লবন, সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, লাইফবয় সাবান, হ্যান্ডওয়াস ও ডিটারজেন্ট পাউডর আছে।
previous post