মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে একজন মারাত্মক আহত হয়েছে।আহত জাহাঙ্গীর মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধি রয়েছে।
হাসাপাতালের কর্তব্যরত ডাক্তার জানায় আহত জাহাঙ্গীর বাম পায়ের হাটুতে পাঁচ টি সেলাই দেওয়া হয়েছে এবং গভীর ক্ষত হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত।
স্থানীয়রা জানান মুজিবনগরের বাগোয়ান গ্রামের শরসতি বিলে জাহাঙ্গীর ও সুমন মাছ ধরতে যায়,মাছ ধরার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন তার হাতে থাকা হাসুয়া দিয়ে জাহাঙ্গীরের হাটুতে কোপ দেয়,পরে জাহাঙ্গীরের পরিবারের লোকজন খবর পেয়ে জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশেম আলি জানান,ঘটনা শুনেছি আহত পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে প্রয়োজনীও ব্যাবস্থা গ্রহন করা হবে।