মুজিবনগরে গাঁজা সেবন করার অপরাধে আছানুর আলী নামের একজন মাদক সেবনকারীকে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী বাজার প্রাঙ্গণে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। আছানুর আলী মোনাখালী গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, আছানুর আলী মাদক নিয়ে মোনাখালী বাজার প্রাঙ্গণে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়কে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে আছানুর আলীকে হাতেনাতে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তিনি দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬ উপধারা (১) এর সারণী ক্রমিক ২১ অনুসারে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ২০ গ্রাম গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ ও সহকারী পরিদর্শক খশরু আল মামুন।