মুজিবনগর প্রতিনিধিঃ শাহীন আলম
(১২/০৫/২০২১)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দবাস গ্রামের “বন্ধু ২০০১” এর সংগঠনের পক্ষ থেকে ১শত ৩০জন অসহায় ও প্রতিবন্দী শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে আনন্দবাস বাজারের “বন্ধু ২০০১” সংগঠন অফিস চত্তরে বিতারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই সংগঠনের উপদেষ্টা আঃ কালাম, সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (দানা)। অর্থসম্পাদক মহাব্বত আলী, সদস্য আনারুল হক, মিজানুর, রতন, জুয়েল, জেনারুল, উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।