শরিফ মাহমুদ
ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানো ও রাসূল (সা.) কে মানহানী করার শাস্তি মৃত্যুদন্ড জারি করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা।এসময় নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগানে প্রকম্পিত মেহেরপুর শহর।
শুক্রবার (১০ জুন) আসরের নামাজ শেষে মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণ হতে মিছিলটি শুরু হয়ে মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়
মিছিলে প্রায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।
এসময় তাদের হাতে ‘নিশ্চয় তোমাদের জন্য রাসূল (সা.) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ-আল কুরআন’ ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’ ‘রাসূল (সা.) আমার আদর্শ, কারণ বিধর্মীরাও রাসূল (সা.) এর আদর্শে মুগ্ধ হয়েছিল’ ‘আমরা মুহাম্মদ (সা.) কে ভালবাসি’ ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার দেখা যায়।
মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে মেহেরপুর ইসলামী আন্দোলনের সভাপতি বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবী জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।