যেমেহেরপুর সদর উপজেলার কালীগাংনি কলোনি পাড়ার আহলে হাদিস জামে মসজিদের সভাপতি পদ নিয়ে বর্ত্মান সভাপতি আক্কাচ আলি ও সাবেক সভাপতি আঃ মান্নানের দির্ঘদিনের ঝামেলা লেগেই ছিল,গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় সাবেক সভাপতি আঃ মান্নানের লোকজন এক কাতারে না দাঁড়িয়ে কাতার ফাকা রেখে নামাজ আদ্য করেন,নামাজ শেষে মসজিদের লোকজনের সাথে তাদের কথা কাটির এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হলে ২জন সামান্য আহত হয়,স্থানীয় লোকজন আপাতত ঘটনাটির মিমাংসা করেন,তারি জেরে আজ সকাল ১০টার দিকে শফিকুল বাড়ি থেকে বের হলে মান্নান,রাশেদ ও মহিবুল দেশিয় অস্ত্র দা কুড়াল রামদা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালালে শফিকুল মাটিয়ে লুটিয়ে পড়লে তাকে রক্ষা করতে ছুটে আসে তার ভাই রফিকুল,তাকেও দেশি অস্ত্র দিয়ে আঘাত করেল সেও মাটিতে লুটিয়ে পড়ে, পরে তাদের পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে,সেখাঙ্কার কর্তব্যরত চিকিৎসক জানান আহত দুজন এখনো আশংকামুক্ত নন,তাদের দুজনের মাথায় গভির ক্ষত রয়েছে,আহত শফিকুলের মাথায় ১৩টি ও রফিকুলের মাথায় ১৪টি সেলাই করা হয়েছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,অভিযোগ পাওয়া গেছে,সুষ্ট তদন্ত মারফত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ।