নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সমাজের উদ্যোগে, ক্যাশবপাড়া মাঠে অনুষ্ঠিত মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ক্যাশবপাড়া ভাইকিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভাইকিংস টাইব্রেকারে ৩-২ গোলে ক্যাশবপাড়া সুপার কিংস কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে ভাইকিংস ৩-২ গোলে সুপার কিংসকে পরাজিত করে। ভাইকিংস এর পক্ষে সবুজ, হাসানুর, সাগর। এবং সুপার কিংস এর পক্ষে শাকিব ও ফিরোজ একটি করে গোল করেন।
টুর্ণামেন্টে বিজয়ী দলের কাবির ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, বিজিত দলের আলামিন ম্যান অফ দ্যা ম্যাচ, গোলরক্ষক ইসরাফিল সেরা গোলরক্ষক পুরস্কার লাভ করেন। একই সাথে সেরা মহিলা দর্শক হিসেবে কনা এবং পুরুষ হাফিজুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গিয়াস মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকার আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন, তোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ফাইনাল খেলার উদ্বোধন করেন।