মুজিনগর প্রতিনিধিঃ শাহিন আলম
বাগোয়ান নতুন পাড়ার জামে-মসজিদে জাবার রাস্তার বেহাল অবস্থা। একটুখানি বৃষ্টির পানিতে বন্ধ হয়ে যাই এই রাস্তা। নামাযের সময় হলেই এই নোংরা পানি পার হয়ে যেতে হয় মসজিদে। এই তো কিছু দিন আগেই সাভাবিক ছিল এই রাস্তা।
স্থানীয় মানুষদের কাছে যানা যাই যে রাস্তা আসে পাসের জমির মালিক রা উচু করে তাদের জমিতে যাতে মাটি ভরাট করেছেন। যার ফলে এখন রাস্তার পানি কোনদিকে আর বেরিয়ে যেতে পারে না ফলে রাস্তার পানি এখানেই আটকা পড়ে থাকে।
তার সাথে আবার যোগ হচ্ছে আসে পাসের বাড়ীর দুষিত পানি। এনিয়ে সবাই যেন চুপ কারো কনো পদক্ষেপ এখনো গ্রহণ করতে দেখা যাই না। মাঝে মাঝে নানান গুঞ্জন শুনা যাই। তাই স্থানীয় জনগন সরকারের কাছে এই রাস্তা মেরামতের জন্য বা পানি বের হয়ে যাবার জন্য যেন একটা ব্যাবস্থা সেই আসায় পথচেয়ে আছে তারা।