মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুরের ভাষা সৈনিক গোলাম কাওসার চানার বাসভবনে গিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন ভাষা সৈনিক গোলাম কাওসার চানার হাতে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান আকস্মিকভাবে উপস্থিত হন। মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ভাষা সৈনিক গোলাম কাওসার চানার বাসভবনে।
এ সময় জেলা প্রশাসক গোলাম কাওসার চানাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি বেশ কিছুক্ষণ যাবত জেলা প্রশাসক তার বাসভবনে অবস্থান করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন।