ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে ৮০ হাজার ৮৩৪ জন। একইসময়ে মারা গেছেন তিন হাজার ৩০৩ জন। এখন পর্যন্ত সেখানে করোনায় মোট মারা গেছেন তিন লাখ ৭০ হাজারের বেশি মানুষ, আক্রান্ত ছাড়িয়েছে দুই কোটি ৯৪ লাখ। রবিবার (১৩ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৫৪ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯ জন। মহামারির পর থেকে ভারতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া এখন পর্যন্ত মোট প্রায় ২৫ কোটি ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তথ্য ও সূত্র: ইত্তেফাক
ভারোতে ১ দিনে করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন।
previous post