ডেস্ক রিপোর্ট: কথা কাটাকাটির জেরে ভাবিকে ‘কোপাতে গিয়ে’ কোলে থাকা ১০ মাস বয়সী ভাতিজির গায়ে ‘কোপ দেয়’ চাচা জামাল হোসেন (২২)। গুরুতর আহতবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিক্যালে ভর্তি করা হলে শিশুটি না ফেরার দেশে চলে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠোনে বসে বাঁশ কাটছিল। এ সময় ভাবির সাথে তার কথা কাটাকাটি বাঁধে। এবং আকস্মিক সে তার ভাবিকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে বড় ভাবিকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’ সূত্র দৈনিক ইত্তেফাক