নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজামান এর জন্য নৌকার পক্ষে ভোট চাইলেন। সোমবার রাতে বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে এক পথসভায় মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন নৌকার পক্ষে ভোট দেবার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় মাহফুজুর রহমান রিটন সেখানে গণসংযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বুড়িপোতা ইউপি নির্বাচনে আঃলীগ প্রার্থী শাহজামানের পক্ষে ভোট চাইলেন পৌর-মেয়র।
previous post