মোবাইলে বিয়ে না করার মেসেজ দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। রোববার (১৪ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বধুঠাকুরানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বধুঠাকুরানী গ্রামের নয়ন মল্লিকের মেয়ে নাসরিন আক্তার। তিনি লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
অভিযুক্ত প্রেমিক বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়ইতলা গ্রামের কালাম সিকদারের ছেলে আরিফ সিকদার।অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের কালাম সিকদারের ছেলে আরিফ (২০)।জানা গেছে, আরিফের বাড়ির পাশে কামড়াবাদ গ্রামে নাসরিনের খালার বাসা। খালারবাড়ি বেড়াতে যাওয়ার সুবাধে আরিফের সঙ্গে তার পরিচয় থেকে প্রেম হয়।
এদিকে রোববার (১৪ নভেম্বর) সকালে আরিফ মোবাইলে ক্ষুদেবার্তা দিয়ে নাসরিনকে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তাকে ভুলে যেতে হবে। এমন ক্ষুদেবার্তা পেয়ে নাসরিন ক্ষোভে-দুঃখে ও অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাসরিনের মা নার্গিস আক্তার জানান, রোববার (১৪ নভেম্বর) সকালে আমি বোনের বাড়ি যাই। আমার তিন মেয়ে। বড় মেয়ে নাসরিন।
আরিফের সঙ্গে তারও অনেকবার মোবাইলে কথা হয়েছে। আরিফ তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। হঠাৎ আরিফ তার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। আরিফের কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়েছে।বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।