নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিধি নিষেধ অমান্য করে মেহেরপুর শহরের বড়বাজারের দোকান পাট পরিচালনায় করায় আরহি ফ্যাশন কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সেই সাথে দোকান আসা কাস্টমারের ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে ভ্রম্যমান আদালত এই অভিযান চালায়।
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে সরকার। গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী বিজিবি সহ পুলিশ সদস্যরা প্রতিনিয়ত কঠোর নজরদারি চালাচ্ছে সর্বস্তরে।
তারপরও কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান পাট পরিচালনা করেছেন। ফলে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে।