নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর এর অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বার্তা মেহেরপুর এর ইসলামী অনুষ্ঠান মেয়র মাহফুজুর রহমান রিটন আয়োজিত মাহে রমজানের ডাক মিডিয়া পার্টনার এনসফ ক্যাবল নেটওয়ার্ক মেহেরপুর। প্রতিদিন এর ধারাবাহিকতায় আজও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিদিন বার্তা মেহেরপুর এর অফিসিয়াল ফেসবুক পেইজ প্রতিদিন একটি করে ইসলামী কুইজ দেওয়া হয়, সঠিক উত্তর দেওয়া প্রার্থীকে পুরস্কার দেওয়া হয়, আজকের কুইজ বিজয়ী কে মেয়র মাহফুজুর রহমান রিটন নিজে হাতে পুরস্কার তুলে দেন। এই সময়ে প্রতিদিনের ন্যায় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সঞ্চালক শাহিন ইসলাম ও উদ্যোক্তা রাশেদ খান। সহ বিচারক মন্ডলী সাংবাদিক মিজানুর রহমান, ডঃ মোঃ জুবায়ের রহমান, মাইশা ইসলাম। এই সময় ক্যামেরা পিছন থেকে সাহায্য করেছে আবু সাঈদ, বিপ্লব রেজা, রাব্বি আহমেদ, সহ প্রমুখ।