মেহেরপুরে যথা যথ মর্যাদায় ঐতিহাসিক স্বদেশ প্রবর্তন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান পালন করা হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গেলাম রসুল।বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস মেহেরপুরে পালন
previous post