নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকভিত্তিক ই-কমার্স গ্রুপ উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের ১ হাজার মেম্বার পূর্ণ হওয়াই স্বাস্থ্য বিধি মেনে ছোট্ট পরিসরে কেক কেটে উদযাপন করেছে গ্ৰুপটি।
এই সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা এসোসিয়েশন ফেসবুক গুপ এ্যাডমিন সুবে সুলতানা জ্যোতি, কো এডমিন মোঃ শরিফুল ইসলাম পলাশ, মোডারেটর ক্যামিলী, মোডারেটর মেহজাবিন মাহিমা তিথী ও সদস্য কাজল রেখা, চুমকি, শিউলি আক্তার, রশ্নি সহ পলাশ, মেহজাবিন, তিথি, মডারেটর সুলতানা।