নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ভ্যান চালক, অটো চালক, রিকশা চালক সহ পথচারী দের মাঝে প্রতিমন্ত্রী নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরের দিকে শহরের বিভিন্ন স্থানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিন এর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।