নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশে
নবগঠিত শ্যামপুর ইউনিয়নের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কৃষকলীগের অফিস এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত শ্যামপুর ইউনিয়নে যেনো করোনায় কোনো অসহায় দুস্থ মানুষ না খেয়ে থাকতে না হয় সে জন্য এই কমেটির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম শাহীন সহ জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাসেম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন চিশতী লিটন সহ প্রমুখ।