নিজস্ব প্রতিবেদক:
পিতা মাতার উপর রাগ করে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা।
মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড মালোপাড়ার অরপ হালদার মেহেরপুর সোনালী ব্যাংকের ঝাড়ু দ্বার। তার বড় মেয়ে অনু পিতা মাতার উপর রাগ করে রবিবার বিকালের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনা সূত্রে জানা গেছে কয়েক দিন ধরে তার বাবা মার সাথে অনুর মনোমালিন্য চলছিলো এবং কয়দিন ধরে কারোর সাথে ঠিক মতো কথা বলছিলো না। অনু মেহেরপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়ন করছিলো অনেক দিন ধরে তার বন্ধু বান্ধব দের সাথে সে আগের মতো কথা বলতো না, নিজের মতো একাই থাকতো অনুমান করা হচ্ছে পিতা মাতার উপর রাগ করে বা কোন ধরনের মানসিক চাপে অনু আত্মহত্যা সিদ্ধান্ত নেয়। আত্মহত্যা পর বাড়ির লোক এর নজরে আসলে তাকে গলায় ফাঁস খুলে নামালে দেখা যায় সে মারা গেছে, খবর পেয়ে মেহেরপুর সদর থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।