মেহেরপুরের গাংনীতে মাদকসহ হাতে নাতে আটক হয়ে পালিয়েও শেষ রক্ষা হলোনা মাদক কারবারি ইন্তাজুল ইসলাম ইন্তার। মাদক সহ পালিয়ে যাবার ২ দিন পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল আজ রবিবার দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে আটক করে।ইন্তা মেহেরপুরের গাংনী উপজেলার নওয়পাড়া গ্রামের আজিম বক্সের ছেলে।
ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর বলেন, গত ৬ আগস্ট রাতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ সুজন আলী ও ইন্তাজহুলকে আটক করি। ঐসময় ইন্তাজুল ইসলাম পালিয়ে যায়। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি দল নিয়ে আভিযান চালিয়ে শহরের হোটেল বাজার থেকে তাকে আটক করি।
previous post