নিজস্ব প্রতিবেদক:
পাওয়ার ট্রিলার ও পাখি ভ্যানের সংঘর্ষে পাঁচ জন আহত শনিবার দুপুরে দিকে মেহেরপুর – চুয়াডাঙ্গা রোড সংলগ্ন বারাদি ফার্ম এর সামনে এ ঘটনা ঘটে। আহত পাখি ভ্যান চালক মনি ইসলাম বলেন আমি যাত্রী নিয়ে বারাদি ফার্ম রোড এ যাচ্ছিলাম এমন অবস্থা ট্রলিটি আমাদের পিছন থেকে ধাক্কা মারে ফলে আমি সহ আমার গাড়িতে থাকা স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ভ্যান উল্টো আমারা সকলে ফার্ম এর ধান ক্ষেতে গিয়ে পরি। এই ঘটনায় পাঁচ জনের মধ্যে সবচেয়ে বেশি আহত হন বারাদির মিয়ারুল ইসলাম এর ১৪ বছরের মেয়ে মুন্নি । ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও রেসকুই টিমের সদস্য তাদের সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করান এই দুর্ঘটনায় কারোর প্রাণ হাণী ঘটনা ঘটেনি।