মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক ছাত্র লীগ নেতা আব্দুস সালাম বিজয়ী
বিপ্লব রেজা:মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান সাবেক ছাত্র লীগ নেতা অ্যাড. আব্দুস সালাম বিজয়ী হয়েছেন তিনি বলেছেন পরাজিত প্রার্থীকি নিয়ে মেহেরপুরের উন্নয়ন এর কাজ করতে চাই। । আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে ৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। গতকাল সোমবার দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।
অবাধ, সুষ্ঠ’ ও নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল সালাম (কাপ-পিরিচ) প্রতিকে ভোট পেয়েছেন ১৭৬। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ২৯৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।
আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন।
একমাত্র প্রতিদ্বন্দী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) শামীম আরা হিরা বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (গাংনী) বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন শাহানা ইসলাম শান্তনা।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মুজিবনগর) আজিমুল বারী মুকুল, ২নং ওয়ার্ডে (মেহেরপুর সদর) ইমতিয়াজ হোসেন মিরন এবং ৩নং ওয়ার্ডে (গাংনী) মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
মেহেরপুর জেলার ২০টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও ৩টি উপজেলা পরিষদ মিলে মোট ভোটারের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে দুই জন ভোটার মৃত্যুবরণ করেছেন। শতভাগ ভোট পোল হলেও সদরে চেয়ারম্যান পদে ২টি ভোট বাতিল হয়েছে।