পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে দ্বিতীয় দিন ফ্রি হাট অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ৯:৩০ সময়। দরিদ্র অসহায় দুস্থ মানুষদের মাহে রমজানে করোনার জন্য ক্ষতি গ্রস্থ হওয়ায় এই হাটের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কার্যালয় এর সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাফুজুর রহমান রিটন হাটের আয়োজন করেন।
হাটের শুভ সূচনা করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এই সময় উপস্থিত ছিলেন পেনেল মেয়র সাহিনুর রহমান রিটন সহ যুবলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করে এবং তা প্রথম রোমজান থেকে শুরু হয় এবং তা এখনও চলমান ফলে হত দরিদ্র অসহায় দুস্থ মানুষ বিপাকে পরেছেন। তাই তাদের এই দুরদিনে শুরু থেকেই পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা মাহফুজুর রহমান রিটন তারই ধারাবাহিকতায় আজ তিনি এই ব্যতিক্রমধর্মী হাটের আয়োজন করেন হাঠে মাছ, লাউ, মিষ্টি কুমড়া, আলু, পটল, ঢেরস, পেঁয়াজ, কাঁচা মরিচ পুঁই শাক, সহ আরো অনেক মৌসুমী সবজি ছিলো।
এই সময় হাঁটে আসা মনোজ মিয়া নামক এক ব্যক্তি বলেন এই খারাপ সময়ে আমাদের কেও কোনো সাহায্য সহযোগিতা প্রদান করে নি, কিন্তু মাহফুজুর রহমান রিটন শুরু থেকেই আমাদের সাহায্য সহযোগিতা করছেন প্রথম ধাপে করোনা ভাইরাস এর জন্য যখন সরকার বাংলাদেশে লোকডাউন ঘোষণা করে, তখন আমার কর্ম হীন হয়ে পরি তখন ও তিনিই পিতা স্বরুপ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজও তিনিই পাশে।
এই সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন জনসাধারণের জন্যই রাজনীতি করি । প্রথম ধাপে দেশে করোনা ভাইরাস এর কারণে সারাদেশে লোডাউন এর ফলে যখন দরিদ্র অসহায় দুস্থ মানুষ কর্ম হীন হয়ে পরে তখন আমার তাদের বাড়িতে গিয়ে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি তারই ধারাবাহিকতায় আজ আমার
শেখ ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন খান নিখিল ভাই এর দিক নির্দেশনায় আজ আমরা এই হাটের আয়োজন করি।