আসাদুজ্জামান তপু
কেউ হাসে কেউ কাঁদে,কেউবা হাসে কেউ বা ফিরে যাই, কেউ তলিয়ে যায় অন্ধকারে সারা জীবনের মতো, কেউবা হারিয়েও ফিরে আসে বাঘের মত,
বাংলাদেশ ক্রিকেটে এমনই নিজেকে হারিয়ে ফেলেছিলেন তাসকিন আহমেদ এইজন্যই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন কেঁদেছিলেন ও। তবে ঐদিন কানতে কানতেই হয়তো প্রতিজ্ঞা করেছিলেন ফিরবো আমি আবার আবার আগের মতো করেই। তিনি ফিরেছেন ও,মন গলিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজের পারফরম্যান্স দিয়ে আবারো হয়ে ওঠেছেন বাংলার সেরা তুরুপের তাশ। তাইতো বিসিবোও ভুল করেনি রেখেছে দুই বলের কেন্দ্রীয় চুক্তিতে।